১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিক্ষোভে উত্তাল ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

১২ জানুয়ারি ২০২৬

বিক্ষোভে উত্তাল ইরানে নিহতের সংখ্যা ৫০০ ছাড়াল

ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন এক রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ (HRANA)। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বিক্ষোভে এ পর্যন্ত ৪৯০ জন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর ৪৮ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এছাড়া দুই সপ্তাহে অন্তত ১০ হাজার ৬০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ইরান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরানের মর্গে অসংখ্য লাশের ব্যাগ দেখা গেছে, যাদের কর্তৃপক্ষ ‘সশস্ত্র সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরান এখন স্বাধীনতার পথে, যা আগে কখনও দেখা যায়নি। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র যেকোনো সাহায্যের জন্য প্রস্তুত। আগামী মঙ্গলবার ট্রাম্প তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসবেন, যেখানে সরাসরি সামরিক হামলা বা কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মতো বিকল্পগুলো নিয়ে আলোচনা হতে পারে।

মার্কিন হুমকির জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ কড়া বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, যদি ইরানের ওপর কোনো হামলা হয়, তবে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যে মোতায়েন সব মার্কিন ঘাঁটি ও যুদ্ধজাহাজ ইরানের বৈধ লক্ষ্যবস্তু হবে। এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হলেও মাশহাদ ও তেহরানসহ বড় শহরগুলোতে বিক্ষোভের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই। পরিস্থিতি পর্যবেক্ষণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সর্বশেষ