১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুম্বাইয়ে বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

১২ জানুয়ারি ২০২৬

ভারতের মুম্বাই থেকে অবৈধ অভিবাসীদের হঠাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্য নিচ্ছে মহারাষ্ট্র সরকার। বিশেষভাবে বাংলাদেশি ও রোহিঙ্গাদের নির্ভুলভাবে শনাক্ত করতে একটি অত্যাধুনিক এআই টুল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। রোববার (১১ জানুয়ারি) মুম্বাই পৌরসভা (বিএমসি) নির্বাচন উপলক্ষে ক্ষমতাসীন ‘মহায়ুতি’ জোটের নির্বাচনী ইশতেহার প্রকাশকালে তিনি এই ঘোষণা দেন।

মুখ্যমন্ত্রী জানান আইআইটি বোম্বের কারিগরি সহযোগিতায় এই টুলটি তৈরি করা হচ্ছে। বর্তমানে এটি প্রায় ৬০ শতাংশ নির্ভুলভাবে কাজ করতে সক্ষম। তবে সরকার আশা করছে আগামী চার থেকে ছয় মাসের মধ্যেই এই প্রযুক্তির কার্যকারিতা ১০০ শতাংশে পৌঁছাবে। ফড়নবিস দাবি করেন অভিবাসীরা প্রথমে পশ্চিমবঙ্গে প্রবেশ করে জাল নথিপত্র তৈরি করে এবং পরবর্তীতে মুম্বাইসহ ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করছে। এই অনুপ্রবেশ ঠেকাতেই প্রযুক্তির আশ্রয় নেওয়া হচ্ছে।

বিদ্বেষ ছড়ানোর অভিযোগ নাকচ করে ফড়নবিস স্পষ্ট করেন যে মুম্বাইয়ে বসবাসরত বৈধ অ-মারাঠি ভাষাভাষীরা সম্পূর্ণ নিরাপদ। তিনি বলেন এনডিএ সরকারের মূল লক্ষ্য হলো মুম্বাইকে একটি টেকসই এবং প্রাণবন্ত মহানগরী হিসেবে গড়ে তোলা। অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি প্রতিটি পৌর স্কুলে এআই ল্যাব স্থাপন এবং শহরের অবকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে মহারাষ্ট্র কংগ্রেস এই উদ্যোগের সমালোচনা করে বলেছে সরকার রেকর্ড সংখ্যক অভিবাসী শনাক্তের দাবি করলেও এ সংক্রান্ত কোনো দাপ্তরিক তথ্য বা পরিসংখ্যান জনসমক্ষে প্রকাশ করছে না।

সর্বশেষ