বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে অনেকটাই আড়ালে ছিলেন হেমা মালিনী। জীবনসঙ্গীকে হারানোর শোক ‘ড্রিম গার্ল’-এর ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছে বলে মনে করছেন ভক্তরা। সম্প্রতি একটি ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রশংসার বদলে সমালোচনার মুখে পড়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
একটি স্পোর্টস ইভেন্টে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন হেমা মালিনী। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে মেডেল ও ট্রফি তুলে দেওয়ার দায়িত্ব ছিল তার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিচ্ছেন এবং হাতে ট্রফি তুলে দিচ্ছেন।
তবে পুরস্কার বিতরণের সময় তার মুখে কোনো হাসি ছিল না। পুরো সময়জুড়ে গম্ভীর ও অনড় মুখভঙ্গিতে দায়িত্ব পালন করতে দেখা যায় তাকে। এই দৃশ্য দেখে অনেক নেটিজেন হতাশা প্রকাশ করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা মন্তব্য ও সমালোচনা।
একজন মন্তব্য করেন, শিশু-কিশোররা পরিশ্রম করে পুরস্কার অর্জন করেছে, সেখানে এমন বিরক্ত মুখভঙ্গি প্রত্যাশিত ছিল না। আরেকজন প্রশ্ন তোলেন, পুরস্কার বিতরণের সময় এমন গোমড়া ভাব কতটা উপযুক্ত।
তবে সমালোচনার পাশাপাশি অনেকেই অভিনেত্রীর পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতে, ধর্মেন্দ্রর মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি হেমা মালিনী। দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারানোর মানসিক যন্ত্রণা তার আচরণে প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন।
উল্লেখ্য, ধর্মেন্দ্রর মৃত্যুর পর দেওয়া এক সাক্ষাৎকারে হেমা মালিনী বলেছিলেন, ৫৭ বছর একসঙ্গে কাটানোর পর তাকে ছাড়া জীবন কল্পনা করা কঠিন। সেই শোক এখনো তিনি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি বলেও জানান তিনি।



