১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত

২৮ অক্টোবর ২০২৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক শিডিউল ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইটের জরুরি অবতরণ বা নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রেও বিমানবন্দরটি ব্যবহার করা যাবে না।

গতকাল (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সিভিল অ্যাভিয়েশন-১ শাখা থেকে জারি করা এক সরকারি পত্রে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক শিডিউল ফ্লাইটের পাশাপাশি নন-শিডিউল আন্তর্জাতিক ফ্লাইট ও জরুরি অবতরণের ক্ষেত্রেও ব্যবহার না করার অনুরোধ করা হলো।”

মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে এই নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

এর আগে গত সপ্তাহে সরকার কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করে জারি করা প্রজ্ঞাপনটি স্থগিত করেছিল। এই স্থগিতাদেশের ফলে বিমানবন্দরটিতে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার প্রস্তুতি ও আনুষঙ্গিক অন্যান্য কার্যক্রম আপাতত বন্ধ থাকছে।

সর্বশেষ