১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসির প্রতীক তালিকায় পরিবর্তন: ১৬টি বাদ, নতুন যুক্ত হলো ‘শাপলা কলি’সহ ২০টি প্রতীক

৩০ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে মোট ১১৯টি প্রতীকের একটি নতুন তালিকা প্রকাশ করেছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়। গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত ১১৫টি প্রতীকের তালিকা থেকে এবার ১৬টি প্রতীক বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে ২০টি প্রতীক যুক্ত করা হয়েছে।

বাদ দেওয়া প্রতীক (১৬টি)যুক্ত করা নতুন প্রতীক (২০টি)
ফ্রিজশাপলা কলি
বেঞ্চটেবিল ল্যাম্প
ফুলের টবটর্চ লাইট
তরমুজফুলের ঝুড়ি
বাঁশিপালকি
টিফিন ক্যারিয়ারপানির ট্যাব
কলাপাগড়ি
খাটদোতলা বাস
চার্জার লাইটবৈদ্যুতিক বাল্ব
তবলামোটরসাইকেল
বেগুনসিঁড়ি
বেলুনসূর্যমুখী
লাউহ্যান্ডশেক
শঙ্খড্রেসিং টেবিল
স্যুটকেসতালা
উটপাখিবেবি টেক্সি
রেল ইঞ্জিন
চিরুনি
ট্রাক্টর
উট

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২-এর সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন এই অধিকতর সংশোধন করেছে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্থগিত প্রতীক ব্যতীত এই তালিকা থেকে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ নিতে পারবেন।

সর্বশেষ