১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব : পররাষ্ট্র মন্ত্রণালয়

১৭ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা’বি’রোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারত সরকারের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৭ নভেম্বর) এক সরকারি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়—
জুলাই গণঅভ্যুথ্থানে সংঘটিত জ’ন্যহ’ত্যার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এই দুই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া ন্যায়বিচারের প্রতি অ’বজ্ঞা এবং অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়,
দুই দেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে, তার ভিত্তিতে ভারতের অনতিবিলম্বে এই দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে

এর আগে আজ দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দণ্ড, এবং রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেন।

সর্বশেষ