১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ মিনিটের ভিডিও ভাইরাল, মুখ খুললেন জান্নাত

২ ডিসেম্বর ২০২৫

সোশ্যাল মিডিয়ায় ১৯ মিনিটের একটি দম্পতিকে কেন্দ্র করে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। অনলাইনে ভুল তথ্য ছড়ানোর জেরে সম্পর্কহীন এক ইনফ্লুয়েন্সারকে ওই ভিডিওর নারী হিসেবে চিহ্নিত করা শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে তাকে লক্ষ্য করে শুরু হয় অবাঞ্ছিত মন্তব্য ও ট্রলিং।

দ্য ইকনোমিক টাইমসের খবরে জানা যায়, ১৯ মিনিট ৩২ সেকেন্ড দীর্ঘ ব্যক্তিগত ভিডিওটি ইনস্টাগ্রামে দ্রুত ভাইরাল হলেও এর সত্যতা যাচাইয়ের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। এ সুযোগে কিছু নেটিজেন মেঘালয়ের তরুণী ও ইনফ্লুয়েন্সার সুইট জান্নাতকে ভিডিওর চরিত্র বলে দাবি করতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তার ইনস্টাগ্রাম ইনবক্স ও মন্তব্য বাক্স প্রশ্নে ভরে যায়— ভিডিওর মেয়েটি কি তিনিই?

এ নিয়ে জান্নাত তার অফিসিয়াল অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তায় দাবি অস্বীকার করেন। প্রায় সাড়ে তিন লাখ অনুসারী থাকা এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, “আগে আমার মুখটা দেখো, তারপর ওই মেয়েটাকে দেখো। কোথায় মিল পাচ্ছ? কমেন্টে বলো— না, কোথাও না।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার কমেন্টে সবাই ‘১৯ মিনিট’ লিখে যাচ্ছে। অন্যের কাজের দায় আমার ওপর চাপাচ্ছে— এটা খুবই অন্যায়।”

হালকা ব্যঙ্গ করে তিনি আরও বলেন, “ওই মেয়েটা ইংরেজিতে কথা বলে, আর আমি তো ক্লাস টুয়েলভের পর পড়াইনি! ফ্রি–তে আমাকে ভাইরাল করে দিচ্ছে!”

পরে হাসতে হাসতে বলেন, “করো ভাইরাল, আমার কী! ফলোয়ার তো বাড়ছেই, ভিউও আসছে।”

ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অনেকে ধারণা করছেন, ভিডিওটি এআই–জেনারেটেডও হতে পারে। বিভ্রান্তি দূর করতে জান্নাত তার বক্তব্য স্পষ্ট করেছেন।

সর্বশেষ