১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন

৪ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় পৌঁছাবেন। তবে তার আগেই যদি ফ্লাইট ব্যবস্থা করা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হবে।

বিএনপির উপদেষ্টা মাহদী আমিন সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “মেডিক্যাল বোর্ডের চিকিৎসকদের পরিশ্রম, দেশবাসীর দোয়া এবং কূটনীতিকদের সহযোগিতায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আলহামদুলিল্লাহ।”

তিনি বলেন, লন্ডনের ডা. জোবাইদা রহমান চিকিৎসা প্রক্রিয়ার সমন্বয় করছেন এবং আজই ঢাকার উদ্দেশে রওনা হবেন, যাতে দেশের মধ্যে কাতারের এয়ার অ্যাম্বুল্যান্সে খালেদা জিয়াকে নিয়ে যাওয়া যায়।

এছাড়া, লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার সাথে তার পার্সোনাল স্টাফ, পুত্রবধূ শর্মিলা রহমান এবং চিকিৎসকরা থাকবে।

খালেদা জিয়া নভেম্বর ২৩ থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। তার চিকিৎসার জন্য দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে, যার নেতৃত্বে আছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার

সর্বশেষ