১১ বছর পর টমাস মুলারের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় আছেন লিওনেল মেসি। এবারের মঞ্চ মেজর লিগ সকারের (এমএলএস) কাপ ফাইনাল। আগামীকাল বাংলাদেশ সময় রাত দেড়টায় ইন্টার মায়ামি ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যে এই শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
২০১৪ সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হারের সময় মুলার চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন এবং মেসিকে রানার্সআপ হওয়ার আক্ষেপে পুড়তে হয়েছিল। তবে এবার মুলার যোগ দিয়েছেন মেসির প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে।
শিরোপা নির্ধারণী ম্যাচের আগে মেসি মুলারকে এমএলএসে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “সবার আগে এটা শুনে ভালো লাগলা যে মুলার মেজর লিগ সকারে (এমএলএস) খেলতে এসেছে। ফাইনালে মুখোমুখি হতে পেরে ভালো লাগছে। আবারও ফের মুখোমুখি হচ্ছি।”
মেসি প্রতিশোধের যে ইঙ্গিত দিয়েছেন, তা মূলত এ বছরের ১ মে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে ভ্যাঙ্কুভারের কাছে মায়ামির হারের ঘটনাকে কেন্দ্র করে। মুলার তখন ভ্যাঙ্কুভারে যোগ না দিলেও সেই হারের কথা মনে করিয়ে দিয়ে মেসি বলেন, “কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে তারা (ভ্যাঙ্কুভার) আমাদের বিদায় করে দিয়েছিল। আশা করি, অনেক কঠিন একটা ম্যাচ হবে। মুলারের যোগ হওয়া দলকে আরও দারুণ করে তুলেছে। ম্যাচে কী করতে হবে, সেক্ষেত্রে দল (ইন্টার মায়ামি) আরও সচেতন থাকবে। বিশেষ একটা ফাইনাল হতে যাচ্ছে ও ফল আমাদের পক্ষে আসবে বলে আশা করি।”
উল্লেখ্য, মুলার এ বছরের আগস্টে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেন এবং যোগদানের পর সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে ১২ ম্যাচে ৯ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন। অন্যদিকে, মেসি আগামীকাল ইন্টার মায়ামির হয়ে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন।



