১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে রোনালদো, এমবাপে ও ইয়ামালদের ম্যাচ কবে, কখন?

৭ ডিসেম্বর ২০২৫

ব্রাজিল ও আর্জেন্টিনার পাশাপাশি চলতি বিশ্বকাপে ফেভারিট হিসেবে ধরা হচ্ছে পর্তুগাল, স্পেন ও ফ্রান্সকে। নেইমার–মেসিদের সঙ্গে মাঠে আলো ছড়াবেন ক্রিশ্চিয়ানো রোনালদো, লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপে।

রোনালদোর ক্যারিয়ারের শেষ (ষষ্ঠ) বিশ্বকাপে পর্তুগাল প্রথম ম্যাচ খেলবে ফিফা প্লে-অফ ১–এর বিজয়ী দলের বিপক্ষে—প্রতিপক্ষ যেকোনো একটি দল: কঙ্গো, জ্যামাইকা বা নিউ ক্যালেডনিয়া। ম্যাচটি হবে ১৭ জুন রাত ১১টায় হিউস্টনে। এরপর ২৩ জুন একই সময় ও একই ভেন্যুতে উজবেকিস্তানের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ। গ্রুপপর্বের শেষ ম্যাচে পর্তুগাল মুখোমুখি হবে কলম্বিয়ার, মায়ামিতে ভোরে অনুষ্ঠিত হবে সেই খেলা।

২০১৮ সালের চ্যাম্পিয়ন এবং গতবারের রানার্স–আপ ফ্রান্স তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৬ জুন। নিউইয়র্ক–নিউজার্সিতে রাত ১টায় তারা খেলবে সেনেগালের বিপক্ষে। এরপর ফিফা প্লে-অফ ২–এর জয়ী দলের সঙ্গে তাদের দ্বিতীয় ম্যাচ ২২ জুন ফিলাডেলফিয়ায় দিবাগত রাত ৩টায়। ২৬ জুন দিবাগত রাত ১টায় বোস্টনে নরওয়ের সঙ্গে তাদের গ্রুপের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন প্রথম ম্যাচ খেলবে ১৫ জুন রাত ১০টায়, আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে। ২১ জুন একই ভেন্যু ও সময়ে সৌদি আরবের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। আর ২৭ জুন হিউস্টনে ভোর ৬টায় তাদের শেষ গ্রুপ ম্যাচ উরুগুয়ের সঙ্গে।


স্পেনের ম্যাচ সূচি

গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

  • ১৫ জুন: স্পেন বনাম কেপ ভার্দে — আটলান্টা (রাত ১০টা)
  • ২১ জুন: স্পেন বনাম সৌদি আরব — আটলান্টা (রাত ১০টা)
  • ২৭ জুন: উরুগুয়ে বনাম স্পেন — হিউস্টন (ভোর ৬টা)

ফ্রান্সের ম্যাচ সূচি

গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে-অফ ২ জয়ী (ইরাক/বলিভিয়া/সুরিনাম), নরওয়ে

  • ১৬ জুন: ফ্রান্স বনাম সেনেগাল — নিউইয়র্ক নিউজার্সি (দিবাগত রাত ১টা)
  • ২২ জুন: ফ্রান্স বনাম প্লে-অফ ২ জয়ী — ফিলাডেলফিয়া (দিবাগত রাত ৩টা)
  • ২৬ জুন: নরওয়ে বনাম ফ্রান্স — বোস্টন (দিবাগত রাত ১টা)

পর্তুগালের ম্যাচ সূচি

গ্রুপ কে: পর্তুগাল, ফিফা প্লে-অফ ১ জয়ী (কঙ্গো/জ্যামাইকা/নিউ ক্যালেডনিয়া), উজবেকিস্তান, কলম্বিয়া

  • ১৭ জুন: পর্তুগাল বনাম প্লে-অফ ১ জয়ী — হিউস্টন (রাত ১১টা)
  • ২৩ জুন: পর্তুগাল বনাম উজবেকিস্তান — হিউস্টন (রাত ১১টা)
  • ২৮ জুন: কলম্বিয়া বনাম পর্তুগাল — মায়ামি (ভোর ৫টা ৩০ মিনিট)

সর্বশেষ