মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

ঢামেকে একই নারীর ৬ সন্তান জন্মদানের আনন্দ ম্লান করে ১ নবজাতকের চিরবিদায়

১৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক ২৩ বছর বয়সী নারী। তবে ইতোমধ্যে এক নবজাতকের মৃত্যু ওই আনন্দের ঘটনাকে শোকাচ্ছন্ন করে তুলেছে। 

হাসপাতালের সূত্ররা জানান, মোকসেদা আক্তার প্রিয়া নামের ওই নারী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা। আজ সকাল ৯টার দিকে ঢামেকের ২১২ নম্বর ওয়ার্ডে তিনটি ছেলে ও তিনটি মেয়ে প্রসব করেন ওই নারী।

প্রিয়ার ননাশ ফারজানা আখতার জানান, ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় একটি শিশু মারা গেছে।

এর আগে, ওজন কম হওয়ায় তিনটি শিশুকে ঢামেকে এবং অপর তিনটিকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে (নবজাতকের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ) রাখা হয়েছিল।

ফারজানা গণমাধ্যমকে বলেন, ‘প্রিয়ার স্বামী মো. হানিফ একজন প্রবাসী কর্মী। তিনি কাতারে থাকেন। প্রিয়া ২৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন। নোয়াখালীতে আলট্রা সাউন্ড করার পর জানানো হয়েছিল, তার গর্ভে পাঁচটি সন্তান আছে।’ 

সর্বশেষ