ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময় ৫৯৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এ হিসাব জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
সংস্থাটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে—
- বরিশাল বিভাগে ৪৮ জন
- চট্টগ্রামে ১০১ জন
- ঢাকা উত্তর সিটিতে ২৫৩ জন
- ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭ জন
- খুলনা বিভাগে ৩৩ জন
- ময়মনসিংহে ২৬ জন
- রাজশাহীতে ২৮ জন
- রংপুরে ৪ জন
- সিলেটে ৫ জন ভর্তি হয়েছেন।
এ সময়ে সারা দেশে ৫৬৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৪ হাজার ৪০৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৬ হাজার ৬২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৪ জনে।
উল্লেখ্য, ২০২৪ সালে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন, এবং দেশের বিভিন্ন স্থানে ৫৭৫ জনের মৃত্যু ঘটে। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।


