নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা প্রদান করতে।
ইসি জানিয়েছে, ঠিকানা ভুল হলে ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পেপার পাঠানো সম্ভব হবে না। নিবন্ধনের সময় প্রবাসীরা অবস্থানরত দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী নিজের ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানাও দেওয়া যেতে পারে।
যদি নিবন্ধনের সময় ভুল ঠিকানা দেওয়া হয়, তবে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপের ‘এডিট’ অপশন ব্যবহার করে তা সংশোধন করতে হবে।
এছাড়া, ইসি জানিয়েছে, প্রবাসী ভোটারদের নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা মোট ১ লাখ ৯৪ হাজার নিবন্ধন সম্পন্ন করেছেন।



