১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ বছর পর টাইটানিক নায়িকা জানালেন, মেয়েদের প্রতিও টান ছিল তার!

২৯ ডিসেম্বর ২০২৫

বিশ্বব্যাপী ‘টাইটানিক’ চলচ্চিত্রের রোজ চরিত্রের জন্য বেশি পরিচিত অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট। তবে তার অভিনয়জীবনের সূচনা হয়েছিল পিটার জ্যাকসনের ১৯৯৪ সালের থ্রিলারধর্মী সিনেমা ‘হেভেনলি ক্রিয়েচার্স’-এর মাধ্যমে। ছবিটিতে দুই কিশোরীর জটিল সম্পর্ককে কেন্দ্র করে গল্প এগিয়েছে, যেখানে ‘জুলিয়েট’ চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট।

তিন দশক আগে করা সেই চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। এক পডকাস্টে অংশ নিয়ে তিনি জানান, নিজের জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতাই তাকে চরিত্রটি বুঝতে ও ধারণ করতে সহায়তা করেছিল।

কেট উইন্সলেট বলেন, কৈশোরে তার অনুভূতি ও কৌতূহলের জায়গা থেকেই চরিত্রটির সঙ্গে একধরনের সংযোগ তৈরি হয়েছিল। সে সময় মেয়েদের প্রতিও যেমন আকর্ষণ অনুভব করেছিলেন, তেমনি ছেলেদের প্রতিও ছিল। তবে কোনোটিই তাকে নির্দিষ্ট কোনো পথে এগিয়ে নেয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জীবনের ওই পর্যায়ে প্রবল কৌতূহল কাজ করত। সিনেমার দুই চরিত্রের মধ্যে যে গভীর মানসিক সংযোগ দেখানো হয়েছে, তা তিনি ভেতর থেকে অনুভব করতে পেরেছিলেন। সেই অভিজ্ঞতার সময়টি তার জন্য আকর্ষণীয় হলেও শেষ পর্যন্ত ক্ষতিকর হয়ে দাঁড়িয়েছিল।

অভিনেত্রীর মতে, কৈশোরকাল মানুষের জীবনের একটি সংবেদনশীল ও অরক্ষিত সময়। সে সময়ে গড়ে ওঠা গভীর সম্পর্কগুলো তিনি নিজের অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছিলেন, যা পর্দায় ‘জুলিয়েট’ চরিত্রকে বাস্তব করে তুলতে তাকে সহায়তা করেছে।

সর্বশেষ