২০২৬ আইপিএল নিলাম অনুষ্ঠিত হবে ১৬ ডিসেম্বর আবুধাবিতে। এর আগে আচমকা আইপিএল থেকে অবসর ঘোষণা করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এবার তিনি কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হিসেবে যুক্ত হচ্ছেন, যদিও অন্য দেশের টি-টোয়েন্টি লিগগুলোতে খেলায় সক্রিয় থাকবেন।
রাসেল একটি বিশেষ কীর্তি গড়েছেন—তিনি প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০০ রান, ৫০০ উইকেট এবং ৫০০ ছক্কার মালিক হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরও ২০ ওভারের ক্রিকেটে তিনি কার্যকর ভূমিকা রাখছেন।
শুক্রবার আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিরুদ্ধে খেলে রাসেল ৫০০তম উইকেট স্পর্শ করেন। ৫৭৬তম ম্যাচে তাঁর টি-টোয়েন্টি স্ট্যাটাস:
- রান: ৯,৪৯৬
- উইকেট: ৫০০
- ছক্কা: ৭৭২
এই মাইলফলক অর্জন করার আগে, মাত্র ১২৬ জন ক্রিকেটার ৫০০০ বা তার বেশি রান করেছেন, ৬ জন বোলারের ঝুলিতে ৫০০ বা তার বেশি উইকেট আছে এবং ১০ জন ক্রিকেটার ৫০০টি বা তার বেশি ছক্কা মেরেছেন। সব তালিকায় একমাত্র রাসেলই এই তিনটি মাইলফলক পূর্ণ করেছেন।
ম্যাচে রাসেল ছয় নম্বরে ব্যাট করতে নামেন, ২৩ বলে ৩৬ রান করেন, ৩টি চার এবং ২টি ছয় মারেন। আবুধাবি নাইট রাইডার্স প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭১ রান তুললেও জবাবে ডেজার্ট ভাইপার্স ১৯.৩ ওভারে ২ উইকেটে ১৭২ রান করে জয় পায়।



