জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ‘অস্ত্রের রাজনীতি’ বিষয়ক মন্তব্যকে ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক ও মনগড়া বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব অভিযোগ দৃঢ়ভাবে নাকচ করেন।
তিনি জানান, ৬ ডিসেম্বর ঢাকার বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রের অনুষ্ঠানে আখতার হোসেন যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। জামায়াত একটি শান্তিপ্রিয়, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক সংগঠন—যা আইনের শাসন, শৃঙ্খলা, গণতান্ত্রিক মূল্যবোধ ও শান্তি প্রতিষ্ঠার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। দলের অতীত আচরণেও কোথাও অস্ত্র প্রদর্শন বা সহিংস রাজনীতির অনুমোদন পাওয়া যাবে না। তাই এসব মন্তব্য সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জুবায়ের আরও বলেন, গণ-অভ্যুত্থানের পর পরিস্থিতি স্থিতিশীল রাখতে জামায়াত ধৈর্য ও সংযমের পরিচয় দিয়েছে। দেশের মানুষ জানে—দলটি কখনোই সহিংসতা বা বেআইনি কর্মকাণ্ডের পথ অনুসরণ করে না। একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের বিভ্রান্তিকর মন্তব্য অত্যন্ত হতাশাজনক।
তিনি আশা প্রকাশ করেন, আখতার হোসেন তার বক্তব্য প্রত্যাহার করে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করবেন। মিথ্যা অভিযোগ কিংবা বিভাজনমূলক রাজনীতির মাধ্যমে কোনো দল দীর্ঘমেয়াদে সুফল পায় না।
বিবৃতিতে তিনি গণমাধ্যম, রাজনৈতিক মহল এবং সাধারণ নাগরিকদের এ ধরনের অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানান।



