সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির চিকিৎসকেরা দেখালেন চিকিৎসায় চমকপ্রদ সাফল্য। মাত্র তিন দিনেই পাকস্থলীর ক্যানসার থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন ৪০ বছর বয়সী এক নারী। শনিবার (৬ ডিসেম্বর) খালিজ টাইমস এই খবর প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিন পেটব্যথায় ভোগার পর সাধারণ পরীক্ষা-নিরীক্ষায় রোগী জানতে পারেন, তার স্টমাক ক্যানসার হয়েছে এবং তা পেরিটোনিয়ামে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা শুরু হওয়ায় পরিস্থিতি বদলে যায়।
আবুধাবির বুরজিল মেডিকেল সিটির অনকোলজিক্যাল সার্জারি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ আদিলেহর নেতৃত্বে একটি বহুবিষয়ক বিশেষজ্ঞ দল রোগীর চিকিৎসা করেন। ৬ ঘণ্টাব্যাপী অপারেশনে ধাপে ধাপে সাইটোরিডাকটিভ সার্জারি, রোবট-সহায়িত গ্যাস্ট্রেকটমি এবং উষ্ণ কেমোথেরাপি (HIPEC) প্রয়োগ করা হয়।
চিকিৎসকরা জানান, রোবোটিক প্রযুক্তি অপারেশনকে করে তোলে নিখুঁত ও ন্যূনতম আঘাতজনক, আর HIPEC ধ্বংস করে এমন মাইক্রোস্কোপিক ক্যানসার কোষ যা খালি চোখে দেখা যায় না। সমন্বিত দক্ষতার ফলে রোগী মাত্র তিন দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র পান।
রোগী আয়শা বলেন, “ভাবিনি এত দ্রুত সুস্থ হব। মনে হচ্ছে নতুন জীবন পেয়েছি। প্রারম্ভিক শনাক্তকরণ, চিকিৎসকদের প্রতি আস্থা ও আল্লাহর উপর বিশ্বাসই সুস্থতার পথ সহজ করে।”
চিকিৎসকরা জানান, HIPEC পদ্ধতি পেরিটোনিয়ামে ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য অত্যন্ত কার্যকর, বিশেষ করে কোলোরেক্টাল, ডিম্বাশয় ও কিছু সারকোমা রোগীর ক্ষেত্রে।



