১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

অক্টোবরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ

১২ জানুয়ারি ২০২৬

ট্রাম্প প্রশাসনের রেসিপ্রোকাল ট্যারিফ আরোপের প্রভাবে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বড় ধরনের ধাক্কা খেয়েছে। অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) প্রকাশিত তথ্য অনুযায়ী গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ শতাংশ কমেছে।

শুধু বাংলাদেশ নয় অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের সামগ্রিক পোশাক আমদানি হ্রাস পেয়েছে প্রায় ১৯ শতাংশ। গত আগস্ট থেকে কার্যকর হওয়া নতুন ট্যারিফের আওতায় বাংলাদেশের পোশাক পণ্যের ওপর নতুন ২০ শতাংশসহ মোট ৩৬ শতাংশ শুল্ক দিতে হচ্ছে। রপ্তানিকারকরা জানিয়েছেন উচ্চ শুল্কের কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ায় সেখানে ভোক্তা ব্যয় কমেছে এবং সামগ্রিক আমদানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

ওটেক্সার তথ্য অনুযায়ী অক্টোবরে চীন থেকে যুক্তরাষ্ট্রের আমদানি কমেছে ৫৩ শতাংশ এবং ভারত থেকে কমেছে ২৯ শতাংশ। বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট শিহাব উদ্দোজা চৌধুরী জানান ট্রাম্প প্রশাসনের ঘনঘন নীতিগত পরিবর্তনের কারণে ক্রেতা ও ব্র্যান্ডগুলো অনিশ্চয়তায় রয়েছে। এর ফলে তারা মজুত কমিয়ে দিয়েছে যার প্রভাব সরাসরি রপ্তানি খাতে পড়ছে।

তবে দীর্ঘমেয়াদী পরিসংখ্যানে দেখা গেছে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি গত বছরের চেয়ে ১৫ শতাংশের বেশি বেড়েছে। যদিও জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে এই প্রবৃদ্ধির হার ছিল প্রায় ২২ শতাংশ। চীন ও ভারতের তুলনায় বাংলাদেশ, পাকিস্তান ও কম্বোডিয়ার রপ্তানি পরিস্থিতি তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ