ভারত রাশিয়ার নাগরিকদের জন্য ৩০ দিনের ফ্রি পর্যটক ভিসা চালু করতে যাচ্ছে। শুক্রবার নয়াদিল্লির হায়দারাবাদ হাউসে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধান বক্তব্য:
- রাশিয়ার নাগরিকরা ৩০ দিনের ই-পর্যটক ভিসা এবং ৩০ দিনের গ্রুপ পর্যটক ভিসা পাবে।
- সম্প্রতি রাশিয়ায় দুটি নতুন ভারতীয় কনস্যুলেট খোলা হয়েছে, যা নাগরিকদের যোগাযোগ সহজ করবে এবং সাংস্কৃতিক, শিক্ষাগত ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াবে।
- মোদি উল্লেখ করেন, এই উদ্যোগ দুই দেশের জনগণকে সংযুক্ত করবে এবং নতুন শক্তি ও সুযোগ সৃষ্টি করবে।
- প্রযুক্তি, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, ছাত্র-গবেষক ও ক্রীড়াবিদদের অভিজ্ঞতা বিনিময়েও গুরুত্ব দেওয়া হবে।
- মোদি বলেন, “আমার বিশ্বাস, আমাদের বন্ধুত্ব বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি দেবে এবং ভবিষ্যৎ সমৃদ্ধ করবে।”
এছাড়া তিনি উল্লেখ করেন, ভারত থেকে রাশিয়ায় অক্টোবরে নেওয়া বুদ্ধের অবশিষ্টাংশের প্রদর্শনী কালমাইকিয়াতে অসাধারণ সাড়া ফেলেছে, হাজার হাজার ভক্ত শ্রদ্ধা জানান।



