১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২ জানুয়ারি ২০২৬

ফরিদপুরে ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ভাঙ্গা থানাধীন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‌্যাব-১০।

গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. কামাল খাঁন (৪৬)। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহারা খানপাড়া গ্রামের বাসিন্দা।

তার বিরুদ্ধে ফরিদপুরসহ বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় র‌্যাব-১০।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোলপ্লাজা এলাকায় র‌্যাব-১০ অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১৫ কেজি গাঁজাসহ মো. কামাল খাঁন নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, কামাল খাঁনের বিরুদ্ধে ফরিদপুরসহ বিভিন্ন থানায় ৬টি মাদক মামলা রয়েছে।

সর্বশেষ