হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা থেকে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) সকালে শুনানি শেষে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এই আদেশ প্রদান করেন।
এদিন মামলার বিষয়ে মেহজাবীন ও আলিশানের জবাব দাখিলের দিন ধার্য ছিল। আদালতে তাঁদের পক্ষ থেকে জবাব দাখিলের পর উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত মামলা থেকে তাঁদের অব্যাহতির সিদ্ধান্ত নেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।
মামলার বিবরণ অনুযায়ী জনৈক আমিরুল ইসলাম অভিযোগ করেছিলেন যে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তাঁকে একটি পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রস্তাব দিয়ে ২৭ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তী সময়ে পাওনা টাকা ফেরত চাইলে মেহজাবীন ও তাঁর ভাই গত ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে দাবি করা হয়েছিল। এরপর বাদী ভাটারা থানায় যোগাযোগ করলে পুলিশের পরামর্শে আদালতে মামলাটি দায়ের করেন। তবে দীর্ঘ শুনানি ও তথ্য-প্রমাণ যাচাই শেষে আদালত এই দুই তারকাকে অভিযোগ থেকে মুক্তি দিলেন।



