ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির দাফন সম্পন্ন হয়েছে শনিবার (২০ ডিসেম্বর)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে তাকে সমাহিত করা হয়।
রোববার (২১ ডিসেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, হাদির কবর জিয়ারতের জন্য সেখানে মানুষের ভিড় জমেছে। নিরাপত্তাজনিত কারণে সমাধিস্থলের ভেতরে প্রবেশ করতে না পারলেও কবরস্থানের ফটকের বাইরে দাঁড়িয়ে অনেককে তার জন্য দোয়া করতে দেখা যায়। কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি, কেউ নীরবে কোরআন তিলাওয়াতে মগ্ন ছিলেন।
এর আগে শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজায় ইমামতি করেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। শেষ বিদায়ের সময় স্বজন ও শুভানুধ্যায়ীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। বিপুল জনসমাগমের কারণে অনেকেই কবরস্থানের বাইরে থেকেই দোয়া ও মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ব্যাটারিচালিত রিকশায় চলার সময় হাদির ওপর গুলি চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে তিনি মারা যান। শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।



