১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামীকাল সন্ধ্যায় বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা: ইসি মাছউদ

৯ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামীকাল (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঘোষণা করা হবে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ চূড়ান্ত হয়েছে। রেওয়াজ অনুযায়ী, আগামীকাল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশন। এর পরপরই তফসিল ঘোষণা করা হতে পারে।

ইসি মাছউদ বলেন, তফসিলে সিইসি নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতা আহ্বান জানাবেন। এছাড়াও, প্রস্তুতির সার্বিক বিষয় নিয়ে আজ প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করছেন সিইসি।

এর আগে, পুরো কমিশন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে সাক্ষাৎ করে। কমিশন আরপিও সংশোধন করে গেজেটও প্রকাশ করেছে। এতে পোস্টাল ব্যালটে প্রতীকের বিপরীতে টিক বা ক্রস মার্ক না থাকলে অথবা একাধিক প্রতীকে টিক মার্ক থাকলে সেই ভোট গণনা না হওয়ার বিষয়ে সংশোধনী আনা হয়েছে।

সর্বশেষ