১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাহিদের সিদ্ধান্তের ওপরেই আস্থা রাখছেন এনসিপি নেত্রী পারুল

২৮ ডিসেম্বর ২০২৫

এনসিপির সুপ্রিমো নাহিদের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন দলটির যুগ্ম মূখ্য সমন্বয়ক এবং সিরাজগঞ্জ–৩ আসনের মনোনীত প্রার্থী দিলশানা পারুল। শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অবস্থানের কথা জানান।

পোস্টে নাহিদের দুটি ছবি শেয়ার করে দিলশানা পারুল লেখেন, এই দুটি ছবি তার বিশেষভাবে পছন্দের। ছবির প্রসঙ্গে তিনি নাহিদের চোখের দিকে ইঙ্গিত করে বলেন, সেখানে রয়েছে এক ধরনের শীতলতা, তীব্রতা ও আপসহীনতা।

তিনি আরও উল্লেখ করেন, ছাত্রজীবনে দল ছাড়ার পর গত দুই দশকে কাউকেই তিনি নেতা হিসেবে মানেননি। নাহিদই তার নেতা—এ কথা স্পষ্ট করে জানিয়ে বলেন, এটি কোনো আবেগপ্রবণ বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়; বরং সচেতন রাজনৈতিক উপলব্ধি থেকে নেওয়া সিদ্ধান্ত।

নাহিদের সিদ্ধান্তের ওপর নিজের আস্থার ব্যাখ্যা দিতে গিয়ে দিলশানা পারুল বলেন, জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল গড়ে তোলার বিকল্প বর্তমানে নেই। অনেক সীমাবদ্ধতা ও ব্যর্থতা থাকা সত্ত্বেও বাস্তবতা হলো—মাত্র দশ মাসের মধ্যেই এই দলটি নির্বাচনে অংশ নেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে। আহ্বায়ক নাহিদের সিদ্ধান্তের ওপর তার সব ধরনের আস্থা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দল ও রাজনীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড টিকে থাকতে হলে দল অপরিহার্য। দল না থাকলে রাজনীতি দাঁড়াবে না—এটি একটি বাস্তব সত্য বলেই তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, এনসিপির কয়েকজন প্রভাবশালী নেতার পদত্যাগের ঘোষণার পরই সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন দিলশানা পারুল।

সর্বশেষ