১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় আড়াইহাজারে কোরআন খতম ও হাজারো মানুষের দোয়া

৯ ডিসেম্বর ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খা’লে’দা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে কোরআন খতম এবং হাজারো মুসল্লির সমবেত দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় আড়াইহাজার পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল হয়।

আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, “বেগম খা’লে’দা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের গণতন্ত্রকামী মানুষের নেত্রী। শেখ হাসিনার ষড়যন্ত্র ও নানামুখী নি’র্যাত’নের শিকার হয়ে আজ আমাদের নেত্রী মৃ’ত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।” তিনি আরও বিশ্বাস করেন যে, এত মানুষের দোয়া মহান আল্লাহ কবুল করবেন।

উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ-এর সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ