১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এনসিপি ক্ষমতায় যাওয়ার লক্ষ্য নয়, ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাবে: নাহিদ ইসলাম

১০ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় যাওয়ার জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। দলের লক্ষ্য হচ্ছে সংস্কারের অর্জন বাস্তবায়নের জন্য ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালানো।

আজ বুধবার (১০ ডিসেম্বর) ১২৫ আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন, আমরা কয়টা সিট পাব বা প্রত্যাশা করি। আমরা ক্ষমতার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য এই নির্বাচন করছি না। সিট কয়টা পাব বা পাব না তা বিবেচনা করেও নির্বাচন করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটে চলে যেতাম।”

তিনি আরও জানান, “আমাদের নির্বাচনের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছি, যারা জনগণের কাছে যাবে এবং ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা করবে। কারণ এই হ্যাঁ মানে হচ্ছে সংস্কার। হ্যাঁ মানে আমরা গণ-অভ্যুত্থানের পরে যতটুকু অগ্রগতি করেছি, সেটাকে অব্যাহত রাখা। আমাদের সংস্কারের অর্জনগুলোকে বাস্তবায়ন করা।”

প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও না-পাওয়া প্রার্থীদের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “যারা প্রাথমিক তালিকায় আসতে পারেননি, তাদের প্রতি আহ্বান থাকবে, আমরা অবশ্যই বিবেচনা করব।”

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, “নাগরিকের স্বার্থ ও যোগ্যতার ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন করার লক্ষ্যে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ।”

সর্বশেষ