মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

বিয়ের যাত্রীবাহী বাস নদীতে পড়ে ১৯ নারী-শিশুর মৃত্যু

১৫ সেপ্টেম্বর ২০২৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় জামফারা রাজ্যে বিয়ের যাত্রী বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নারী ও শিশু নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পরিবহন ইউনিয়নের এক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা।

ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (NURTW)-এর কর্মকর্তা আবু বকর মুহাম্মদ ফরাসি সংবাদমাধ্যম এএফপি-কে জানান, বিয়ের যাত্রীদের বহনকারী বাসটি আংশিক ধসে যাওয়া একটি সেতুর ওপর থেমেছিল। হঠাৎই বাসটি পেছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়।

বাসটিতে থাকা যাত্রীরা নববধূ ও তার স্বজন, যারা বরের বাড়িতে যাচ্ছিলেন। জামফারা রাজ্যের ফাস গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বাসচালকের ব্রেক টানতে বিলম্ব হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে।

বাসটি পার্শ্ববর্তী কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল। ফাস গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

নাইজেরিয়ায় দুর্বল সড়ক ও অবকাঠামোর কারণে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৯,৫৭০টি এবং এতে প্রাণ হারিয়েছেন ৫,৪২১ জন

এই সাম্প্রতিক দুর্ঘটনাটি দেশটির চলমান যাতায়াত অবকাঠামোর দুর্বলতার করুণ চিত্র ফুটিয়ে তুলেছে।

সূত্র: এএফপি


সর্বশেষ