গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাংগঠনিক কাঠামো ঢেলে সাজাতে বিভিন্ন পদবির ৩৭৮টি পদ অস্থায়ীভাবে রাজস্বখাতে সৃষ্টির উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, মোট ৯টি পদবির বিপরীতে এই ৩৭৮টি পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ৮টি, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) ৪টি, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ২টি, উপপরিদর্শক (নিরস্ত্র) ৫০টি, উপপরিদর্শক (সশস্ত্র) ১০টি, টিএসআই ৪টি, সার্জেন্ট ১০টি, নায়েক ৪০টি এবং কনস্টেবল ২৫০টি পদ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গাজীপুর একটি দ্রুত সম্প্রসারিত শিল্পনগরী। জনসংখ্যা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চাহিদা বিবেচনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জনবল ও কাঠামো জোরদার করা জরুরি হয়ে উঠেছে। সে লক্ষ্যেই অস্থায়ীভাবে রাজস্বখাতে নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন মিললে জনবল সংকট অনেকটাই দূর হবে এবং মহানগর এলাকায় পুলিশের কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর হবে।



