দেশের বাজারে সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। আজ রোববার (১১ জানুয়ারি) থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোনার নতুন বাজারদর
নিচে ক্যাটাগরি অনুযায়ী সোনার বর্তমান দাম দেওয়া হলো:
| সোনার মান | বর্তমান দাম (প্রতি ভরি) |
| ২২ ক্যারেট | ২,২৭,৮৫৬ টাকা |
| ২১ ক্যারেট | ২,১৭,৫৩৪ টাকা |
| ১৮ ক্যারেট | ১,৮৬,৪৪৯ টাকা |
| সনাতন পদ্ধতি | ১,৫৫,৪২৩ টাকা |
উল্লেখ্য: গহনা কেনার ক্ষেত্রে উপরোক্ত মূল্যের সাথে ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যুক্ত করা বাধ্যতামূলক। তবে গহনার ডিজাইন অনুযায়ী মজুরি কম-বেশি হতে পারে।
নতুন বছরের এই ১১ দিনেই বাজুস ৫ বার সোনার দাম সমন্বয় করল। এর মধ্যে ৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ২ বার কমানো হয়েছে। এর আগে সর্বশেষ ৮ জানুয়ারি সোনার দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানো হয়েছিল।



