১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, নারীসহ ৬ জন আটক ও হোটেল সিলগালা

১৬ ডিসেম্বর ২০২৫

সিলেটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে একটি আবাসিক হোটেল থেকে নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার অতিথি হোটেলের তৃতীয় তলায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন শ্যামল চন্দ্র দেব (৩৫), হাবিবুর রহমান (৩৫), বুরহান উদ্দিন (২২), নাছিমা বেগম (২৮), সালমা বেগম (২৭) ও জাকিয়া আক্তার সুমা (২০)।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একইসঙ্গে অসামাজিক কার্যকলাপের দায়ে ‘অতিথি হোটেল’ সিলগালা করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থ ও সামাজিক শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে নগরীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অসামাজিক বা অনৈতিক কার্যকলাপ বরদাশত করা হবে না।

সর্বশেষ