১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জাবি ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে নকলের দায়ে শিক্ষার্থী আটক

২২ ডিসেম্বর ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটি ব্যবহার করে নকল করার সময় এক ছাত্রীকে আটক করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা চলাকালীন জহির রায়হান অডিটোরিয়াম কেন্দ্রে এই ঘটনা ঘটে। আটককৃত শিক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহিন। তিনি চট্টগ্রামের চকরিয়া এলাকার বাসিন্দা।

পরীক্ষা চলাকালীন ওই শিক্ষার্থী নিজের মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে চ্যাটজিপিটির মাধ্যমে উত্তর বের করছিলেন। বিষয়টি কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শকের নজরে এলে তাকে হাতেনাতে আটক করে প্রক্টোরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থী নিজের অপরাধ স্বীকার করে লিখিত জবানবন্দি দিয়েছেন। তিনি জানান যে স্বেচ্ছায় এবং সজ্ঞানে তিনি এই অসদুপায় অবলম্বন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল ইসলাম জানিয়েছেন আটক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশমালা তৈরি করা হচ্ছে। পরীক্ষা শেষে সমাজবিজ্ঞান অনুষদের ডিনের কাছে এই সুপারিশ পাঠানো হবে। এই ধরনের অপরাধ দমনে ঢাকা জেলা প্রশাসককে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তিচ্ছুক সকল পরীক্ষার্থীকে এ ধরনের জালিয়াতি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ