দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চে প্রায় ১৫ মিনিট ভাষণ দেন তিনি।
তারেক রহমানের দেশে ফেরা এবং সংক্ষিপ্ত এ বক্তব্যের প্রশংসা করতে দেখা গেছে বিভিন্ন অঙ্গনের মানুষকে। বাদ যাননি তারকারাও।
এবার সেই তালিকায় যুক্ত হয়ে আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, তারেক রহমানের বক্তব্যের একটি লাইন তার মনে গভীরভাবে নাড়া দিয়েছে। পুরো বক্তব্যে চারদিকে এক ধরনের মুগ্ধতা ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরীমনি লেখেন, ‘আজ এ দেশের মানুষ চায়…’ -যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! শান্তি নেমে আসুক সবার জীবনে, আর কিছু চাওয়ার নেই।



