১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না : আখতার

২৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দলের কয়েকজন নেতার পদত্যাগে সংগঠনের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। তার ভাষ্য অনুযায়ী, দলের ভেতরে যা কিছু ঘটছে, সবই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হচ্ছে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে দুটি মামলায় জামিন নিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে আখতার হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে এবং ঐকমত্য কমিশনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে পারস্পরিক বোঝাপড়ার অগ্রগতি হয়েছে। তবে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনও শেষ পর্যায়ে পৌঁছায়নি বলে উল্লেখ করেন তিনি।

এর আগে সকালে তিনি আদালতে হাজির হন। পরে আওয়ামী লীগ সরকারের সময় দায়ের করা দুটি মামলায় শুনানি শেষে তাকে জামিন দেন আদালত।

আখতার হোসেনের জামিনের বিষয়টি নিশ্চিত করে তার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক জানান, শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত তার পক্ষে জামিন মঞ্জুর করেন।

সর্বশেষ