১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনার দায় রয়েছে: আসিফ নজরুল

৩০ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট শেখ হাসিনার দায় রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার ৩০ ডিসেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন খালেদা জিয়াকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার ছিল অবশ্যই তার দায় রয়েছে। তিনি আরও বলেন খালেদা জিয়াকে একটি প্রহসনমূলক সাজানো রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে যা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউর মাধ্যমে প্রমাণিত। আদালতের রায়ে বারবার বলা হয়েছে বেগম জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিত ও জিঘাংসাপ্রসূতভাবে সাজা দেওয়া হয়েছিল।

আইন উপদেষ্টা জানান খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া একদিনের সরকারি ছুটি থাকবে এবং বিদেশের সব দূতাবাসে শোক বই খোলা হবে। বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার পর তাঁকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে এবং এ বিষয়ে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

উল্লেখ্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তনসহ সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আপসহীন নেত্রী হিসেবে পরিচিত এই নেত্রী সংসদীয় ইতিহাসে কোনো আসনেই পরাজিত না হওয়ার অনন্য রেকর্ডের অধিকারী।

সর্বশেষ