১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মোদি বলেছিলেন, ‘স্যার, আপনার সঙ্গে দেখা করতে পারি?’

৭ জানুয়ারি ২০২৬

ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মোদির সঙ্গে অ্যাপাচি হেলিকপ্টার সংক্রান্ত এক বৈঠকের স্মৃতিও তুলে ধরেন তিনি।

রোববার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান সদস্যদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন ট্রাম্প। সেখানে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে তার সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মোদি তাকে বলেছিলেন— ‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি?’— এবং তিনি সেই সাক্ষাতে সম্মতি দেন।

ট্রাম্প নির্দিষ্ট করে সময় ও স্থান উল্লেখ না করলেও তার বক্তব্যে বোঝা যায়, ঘটনাটি সাম্প্রতিক সময়ের। তিনি বলেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার কেনার আগ্রহ দেখিয়েছিল। তবে চুক্তির পাঁচ বছর পার হলেও সেগুলোর চালান ভারতে পৌঁছায়নি। ট্রাম্প দাবি করেন, তিনি প্রেসিডেন্ট হওয়ার পরই সেই সরবরাহ নিশ্চিত করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, নরেন্দ্র মোদি একজন ভালো মানুষ এবং তাদের মধ্যে সম্পর্কও ইতিবাচক। তবে বর্তমানে মোদি তার ওপর অসন্তুষ্ট, কারণ ভারতকে এখন যুক্তরাষ্ট্রে উচ্চহারে শুল্ক দিতে হচ্ছে।

এছাড়া তিনি উল্লেখ করেন, এক সময় ভারত ও রাশিয়ার মধ্যে বড় পরিসরে তেল বাণিজ্য চললেও তার আপত্তির পর ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।

উল্লেখ্য, আগে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্কহার ছিল ১৫ শতাংশ। চলতি বছরের এপ্রিলে তা বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়। পরবর্তীতে আগস্ট মাসে আরও ২৫ শতাংশ যোগ হয়ে শুল্কহার ৫০ শতাংশে পৌঁছায়।

শুল্ক বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়েছে। দুই দেশের বাণিজ্য প্রতিনিধিদের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও এখন পর্যন্ত শুল্ক কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের দাবি, তার শুল্কনীতি যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে লাভবান করেছে। তিনি বলেন, নতুন শুল্ক ব্যবস্থার ফলে মার্কিন কোষাগারে প্রায় ৬ হাজার ৫০০ কোটি ডলার যুক্ত হয়েছে।

সূত্র: পিটিআই

সর্বশেষ