১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন কমিশন ডিসি রদবদলের প্রয়োজন মনে করলে আমরা ব্যবস্থা নেব

৮ জানুয়ারি ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) যদি জেলা প্রশাসক (ডিসি) পর্যায়ে রদবদল প্রয়োজন মনে করে, সে ক্ষেত্রে সরকার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের মতামত ও সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার তা সম্মান জানানোর চেষ্টা করবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।

সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দল মাঠ প্রশাসনের কয়েকজন জেলা প্রশাসককে বদলির দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। নির্বাচনের আর মাত্র এক মাস বাকি থাকলেও এমন রদবদল সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. শেখ আব্দুর রশীদ বলেন, সরকার নিজ উদ্যোগে রদবদলের কথা ভাবছে না। তবে নির্বাচন কমিশন যদি বিষয়টি নিয়ে নিশ্চিত হয় এবং রদবদল প্রয়োজন বলে মনে করে, তাহলে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, আগে নির্বাচন কমিশনকে বিষয়টি নিয়ে নিশ্চিত হতে হবে। কমিশন থেকে সুপারিশ এলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

নির্বাচনের আগে মাঠ প্রশাসনের ভূমিকা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ ধরনের কোনো বড় ধরনের বিষয় এখন পর্যন্ত তার নজরে আসেনি। কোথাও কোথাও কিছু সিদ্ধান্তে কেউ কেউ অসন্তুষ্ট হতে পারেন, যা স্বাভাবিক। সব প্রার্থীর পরিস্থিতি এক রকম হয় না, ফলে কিছু পরিবর্তন বা ভিন্ন সিদ্ধান্ত দেখা যেতে পারে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ে অনেক সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়। যদি কোনো সিদ্ধান্ত নিয়ে আপত্তি থাকে, তাহলে আইন অনুযায়ী আপিলের সুযোগ রয়েছে এবং বর্তমানে অনেক প্রার্থী সেই সুযোগ ব্যবহার করছেন।

মাঠ প্রশাসনে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উল্লেখ করে ড. শেখ আব্দুর রশীদ বলেন, প্রশাসনিক কার্যক্রম কোনো স্থির বিষয় নয়। পরিস্থিতির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়। মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই শেষে যারা সংক্ষুব্ধ হয়েছেন, তারা আইনি প্রক্রিয়ায় আপিল করছেন।

সর্বশেষ