আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানির প্রথম দিনেই তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাসনিম জারা আসন্ন নির্বাচনে ‘ফুটবল’ প্রতীক নিয়ে লড়াই করার আগ্রহ প্রকাশ করেছেন।
নির্বাচন কমিশনে শুনানি শেষে সাংবাদিকদের তাসনিম জারা বলেন নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হয়েছে। দেশে-বিদেশে যারা দোয়া করেছেন তাদের সকলকে এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আমরা এখন ফুটবল প্রতীক চেয়ে আবেদন করব।
উল্লেখ্য গত ৩ জানুয়ারি তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল যার প্রেক্ষিতে ৫ জানুয়ারি তিনি ইসিতে আপিল করেন। তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্বরত ছিলেন তবে গত ২৭ ডিসেম্বর পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আজ থেকে শুরু হওয়া এই আপিল নিষ্পত্তি প্রক্রিয়া চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি এবং আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



