১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নিরাপত্তা শঙ্কায় দর্শকশূন্য মাঠে হবে নারী আইপিএল

১৩ জানুয়ারি ২০২৬

গত ৯ জানুয়ারি শুরু হয়েছে নারী প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল), যা নারী আইপিএল নামেও পরিচিত। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকবিহীন স্টেডিয়ামে। নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১৫ জানুয়ারি বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী কার্যক্রমের কারণে এর আগের দিন ১৪ জানুয়ারি এবং নির্বাচনের দিন ১৫ জানুয়ারি মুম্বাইয়ে আয়োজিত নারী প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

সূচি অনুযায়ী, ১৪ জানুয়ারি ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্স। পরদিন ১৫ জানুয়ারি একই মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে ইউপি ওয়ারিয়র্স। এই দুই ম্যাচই অনুষ্ঠিত হবে সম্পূর্ণ দর্শকশূন্য স্টেডিয়ামে।

নির্বাচনের কারণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব না হওয়ায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানানো হলে বিসিসিআই বিষয়টি বিবেচনা করে দর্শক ছাড়া ম্যাচ আয়োজনের অনুমোদন দেয়।

এদিকে ১৬ জানুয়ারির ম্যাচেও দর্শক প্রবেশ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। যদিও ওই দিনের ম্যাচ সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত ১৬ জানুয়ারির ম্যাচের টিকিট বিক্রি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

সর্বশেষ