১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল বাংলাদেশ

১২ ডিসেম্বর ২০২৫

ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র গ্রানাডাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই স্বীকৃতি দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন।

প্রেস সচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশ ও গ্রানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পথ উন্মোচিত হবে।

সর্বশেষ