মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

সৌদি আরবে এক সপ্তাহে ২১ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

১৫ সেপ্টেম্বর ২০২৫

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ২১ হাজার ৩৩৯ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে আজ রোববার এই খবর জানিয়েছে আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।

বিবৃতিতে জানানো হয়, গত ৪ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এসব প্রবাসীকে। অভিযানে বিভিন্ন সরকারি সংস্থা ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে অংশগ্রহণ করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে রয়েছেন ১২ হাজার ৯৫৫ জন, সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য ৪ হাজার ১৯৮ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৪ হাজার ১৮৬ জন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় ১ হাজার ৩১৪ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে প্রায় অর্ধেকই ইয়েমেনি ও ইথিওপিয়ান।

গ্রেপ্তারের পাশাপাশি ২৫ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। ইতোমধ্যে ১১ হাজার ৬৮৭ জনকে সৌদি আরব থেকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

একই সময়, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় দেওয়ার দায়ে সৌদি আরবে বসবাসরত ২৩ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে দেশটিতে ৩২ হাজার ২৮০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ চলছে।

সৌদি আরবের আইন অনুযায়ী, অবৈধ অভিবাসন ও সহায়তার অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

মধ্যপ্রাচ্যের এই দেশে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষ বসবাস করছে, যার মধ্যে বহু লাখ অভিবাসী শ্রমিক রয়েছেন। স্থানীয় গণমাধ্যম নিয়মিত এসব অভিযানের খবরে আলোড়ন সৃষ্টি করছে।


সর্বশেষ