১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আর্থিক সংকট মেটাতে বার্সেলোনার প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা, বাড়তি চাপে খেলোয়াড়রা

৬ নভেম্বর ২০২৫

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাদের বিশাল আর্থিক সংকট (দেনা ১৪৫ কোটি ইউরো) সামাল দিতে লাভজনক প্রীতি ম্যাচ খেলার উদ্যোগ নিয়েছে। চোট-জর্জর দল নিয়েও তারা বাড়তি দুটি সফর সূচিতে যোগ করার পরিকল্পনা করছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ফুটবল এস্পানা এই খবর জানিয়েছে।

বার্সেলোনার প্রধান লক্ষ্য এখন আয় বাড়ানো, কারণ ক্যাম্প ন্যু পুনর্নির্মাণের ঋণের চাপও রয়েছে।

খবরে বলা হয়েছে, বার্সেলোনা ২০২৫ সালের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচের (ভিয়ারিয়ালের বিপক্ষে, ২১ বা ২২ ডিসেম্বর) পর একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে। প্রথমে পেরুতে ম্যাচ খেলে ৭ থেকে ৮ মিলিয়ন ইউরো আয়ের কথা ভাবা হলেও, এখন বোর্ড মরক্কোর কাসাব্লাঙ্কায় ম্যাচ খেলাকে বেশি গুরুত্ব দিচ্ছে। কাসাব্লাঙ্কা কাছাকাছি হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে সফর শেষ করা সম্ভব।

যদি ডিসেম্বরে পেরু সফর না হয়, তবে মে বা জুনে মৌসুম শেষে সেখানে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা আছে। তবে এই বাড়তি সফরের পরিকল্পনা এমন সময়ে এসেছে যখন ক্লাবের ভেতরে চোট আর ফিটনেস নিয়ে অসন্তোষ বাড়ছে, যা খেলোয়াড়দের জন্য বাড়তি ঝামেলা হতে পারে।

সর্বশেষ