১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন নাহিদ ইসলাম

১০ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর কার্যালয়ে এই তালিকা প্রকাশ করা হয়।

ঘোষিত তালিকা অনুযায়ী,

  • ঢাকা-১১ আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচনে লড়বেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাড্ডা, ভাটারা ও রামপুরা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম
  • এ আসনে বিএনপি গত ৩ নভেম্বর তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে।

এনসিপি জানিয়েছে, বাকি আসনগুলোর প্রার্থী তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

সর্বশেষ