শরিফ ওসমান হাদির বড় ভাই ও জানাজার ইমাম ড. মাওলানা আবু বকর ছিদ্দিক বলেছেন, তার ব্যক্তিগত কোনো দাবি বা প্রত্যাশা নেই। তিনি জানান, তার ভাই শহীদের মৃত্যু বরণ করেছেন এবং শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার ভেতরে ছিল। আল্লাহ তায়ালা হয়তো সেই অনুযায়ী তাকে শহীদি মৃত্যু দান করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার আগে ভাই হত্যার বিচার দাবি করে এসব কথা বলেন তিনি। আবু বকর ছিদ্দিক বলেন, ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। এই শোক ও বেদনায় তাদের হৃদয় ভেঙে যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, দিনের আলোয় গুলি করে হত্যার পর যদি খুনিরা পার পেয়ে যায়, তাহলে এর চেয়ে লজ্জাজনক কিছু হতে পারে না। তারা যদি সীমান্ত অতিক্রম করে থাকে, তবে মাত্র পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে কীভাবে তা সম্ভব হলো—এই প্রশ্ন জাতির সামনে রেখে যান তিনি।
তিনি আরও বলেন, তিনি এই দাবি থেকে কখনো সরে আসবেন না যে, তার ভাই শরিফ ওসমান হাদির বিচার প্রকাশ্যে বাংলাদেশের মাটিতে দেখতে চান। এক সপ্তাহ পার হলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান কিছু না হওয়ায় পরিবার চরম মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
আবু বকর ছিদ্দিক বলেন, নিহতের সন্তানের মুখের দিকে তাকানো কষ্টকর হয়ে উঠেছে। তাদের মা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বারবার জ্ঞান হারাচ্ছেন। ছয় ভাই-বোনের মধ্যে শরিফ ওসমান হাদি ছিলেন সবার ছোট। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস নসিবের দোয়া করেন এবং তৌহিদের আদর্শে গড়া বাংলাদেশকে রক্ষা করার আহ্বান জানান।
—



