১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মাকে বেঁধে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করলেন ছাত্রলীগ নেতা

২৮ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় এক নারীকে বেঁধে রেখে তার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম মনিরুল বাসার লিমন (২৪)। তিনি ইছাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার ইছাপুর ইউনিয়নের নয়নপুর গ্রামে। পরদিন ২৬ ডিসেম্বর ভুক্তভোগীর বাবা রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, ওই রাতে লিমন ও তার কয়েকজন সহযোগী চুরির উদ্দেশ্যে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করেন। এ সময় ভুক্তভোগীর মায়ের হাত-পা ও মুখ বেঁধে ফেলা হয়। পরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

অভিযুক্ত মনিরুল বাসার লিমন নয়নপুর গ্রামের মৃত সেলিম হোসেনের ছেলে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন চৌধুরী জানান, শুক্রবার ভুক্তভোগীর পরিবার থানায় ধর্ষণ মামলা করেছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে মামলার প্রধান আসামি এখনও পলাতক রয়েছে।

সর্বশেষ