১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন আখতার হোসেন

২৮ ডিসেম্বর ২০২৫

হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার দায়ের করা পৃথক দুটি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ ও জশিতা ইসলামের আদালতে শুনানি শেষে আখতার হোসেনের পক্ষে করা জামিন আবেদন মঞ্জুর করা হয়।

আখতার হোসেনের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২১ সালে দায়ের হওয়া পৃথক দুই মামলায় আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন তার মক্কেল। শুনানি শেষে একটি মামলায় ৫০০ টাকা এবং অন্য মামলায় ১ হাজার টাকার মুচলেকায় মোট ১ হাজার ৫০০ টাকায় জামিন দেন আদালত।

শুনানির আগে আখতার হোসেন বলেন, আগের আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা হয়েছিল। এর মধ্যে চারটিতে তিনি ইতোমধ্যে অব্যাহতি পেয়েছেন। বাকি দুটি মামলায় রোববার আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে হওয়া আন্দোলনের পর শাহবাগ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। ওই বছরের ১৩ এপ্রিল পবিত্র রমজান মাসে অসুস্থ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছিলেন আখতার হোসেন। সে সময় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে এবং পরে শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ