ঢাকার শীতের হিমেল হাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের অলবানিতে কাটানো তুষারশুভ্র দিনগুলোর স্মৃতিতে ডুব দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। জীবনের প্রথম তুষারপাতের সেই অভিজ্ঞতাকে তিনি ‘সাদা জাদু’র সঙ্গে তুলনা করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অলবানিতে কাটানো সময়ের কিছু ছবি শেয়ার করে নিজের রোমাঞ্চকর অনুভূতির কথা প্রকাশ করেন তিনি।

সাফা কবির তার পোস্টে লেখেন যে ঢাকার বর্তমান শীত তাকে অলবানির সেই হাড়কাঁপানো ঠাণ্ডা আর চারপাশের স্বচ্ছ সাদা প্রকৃতির কথা মনে করিয়ে দিচ্ছে। ২০২৫ সালের সেই স্মৃতি তার মনে চিরকাল অমলিন থাকবে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ভবিষ্যতে আবারও সেই অভিজ্ঞতা নিতে অলবানিতে ফিরে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
শেয়ার করা ছবিগুলোতে তুষারাবৃত প্রকৃতির মাঝে তাকে বেশ হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত দেখা গেছে। প্রিয় অভিনেত্রীর এমন স্মৃতিকাতর পোস্ট দেখে ভক্ত-অনুরাগীরাও কমেন্ট বক্সে তাদের ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।



