১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

স্ত্রীসহ বিপ্লব কুমারের ২৮টি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

১ জানুয়ারি ২০২৬

ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও তার স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব এবং দুটি বিও হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

দুদকের অনুসন্ধানে জানা গেছে বিপ্লব কুমার সরকার সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ অর্জন করেছেন। অবৈধ আয়ের উৎস আড়াল করার জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করা এবং নামে-বেনামে সম্পত্তি ক্রয়ের অভিযোগ তার বিরুদ্ধে অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগে বলা হয় বিপ্লব কুমার ও তার স্ত্রী ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন যা পরবর্তীতে উদ্ধার করা কঠিন হতে পারে। এই আশঙ্কায় অর্থ উত্তোলন বন্ধে হিসাবগুলো অবরুদ্ধ বা ফ্রিজ করা জরুরি বলে মনে করে দুর্নীতি দমন কমিশন।

এর আগে গত ৯ ডিসেম্বর বিপ্লব কুমার সরকার তার স্ত্রী হোসনেয়ারা বেগম ভাই প্রণয় কুমার সরকার এবং শ্যালিকা শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতেই আদালত তখন এই আদেশ দিয়েছিলেন।

সর্বশেষ