ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে সেই ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র ব্লক করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। রবিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভোটারদের এই হুঁশিয়ারি দেয় নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রত্যেক ভোটারের আইনগত দায়িত্ব। ব্যালটের ছবি বা ভিডিও প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এমন কর্মকাণ্ডে জড়িতদের এনআইডি ব্লক করার পাশাপাশি অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের যেকোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকার জন্য সংস্থাটি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধন শুরু হয়েছে যা আগামীকাল সোমবার শেষ হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে প্রবাসী কয়েদি ও ভোটের কাজে নিয়োজিত সরকারি চাকরিজীবীরা এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। আজ রবিবার সকাল পর্যন্ত মোট ১৩ লাখ ১৭ হাজার ৯১৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।



