১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘আমাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে’ স্ত্রীকে প্রায়ই বলতেন মুসাব্বির

৮ জানুয়ারি ২০২৬

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির। তাঁকে যেকোনো সময় মেরে ফেলা হতে পারে এমন আশঙ্কার কথা জীবিত থাকা অবস্থায় প্রায় সময় স্ত্রীকে বলতেন তিনি। বৃহস্পতিবার ৮ জানুয়ারি সকালে রাজধানীর তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেন নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম। মামলায় ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নিহত মুসাব্বিরের স্ত্রী জানান বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি খবর পান যে তাঁর স্বামী গুলিবিদ্ধ হয়েছেন। হাসপাতালে গিয়ে তিনি মুসাব্বিরকে আর জীবিত পাননি। সুরাইয়া বেগম বলেন তাঁর স্বামী বাসায় রাজনৈতিক আলোচনা করতেন না তবে প্রায়ই বলতেন যে তাঁর অনেক শত্রু হয়ে গেছে এবং যেকোনো সময় তাঁকে মেরে ফেলা হতে পারে। বুধবার সন্ধ্যায় কফি খেয়ে নামাজ পড়ে বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রীর সাথে তাঁর শেষ কথা হয়েছিল।

সুরাইয়া বেগম আরও জানান মুসাব্বির দীর্ঘ ২০ বছর ধরে পানির ব্যবসা করে আসছিলেন তবে রাজনীতিতে আসার পর লোক দিয়ে ব্যবসা দেখাশোনা করতেন। সিসিটিভির ফুটেজ দেখে তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। তিনি বলেন এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে।

গত বুধবার ৭ জানুয়ারি রাত সোয়া ৮টার দিকে বাড়ি ফেরার পথে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের গলিতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে স্টার কাবাবের পেছনের গলিতে বস্তা নিয়ে বসে ছিল দুই দুর্বৃত্ত। মুসাব্বিরকে দেখামাত্র তারা বস্তা থেকে পিস্তল বের করে পেছন থেকে গুলি করে। মাটিতে লুটিয়ে পড়ার পর মুসাব্বির উঠে পালানোর চেষ্টা করলে শুটাররা তাঁর ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মুসাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ