মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এখন জলপথের পাশাপাশি স্থলভাগেও মাদক কার্টেলদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান শুরু করবে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।
ট্রাম্প বলেন কার্টেলরা মেক্সিকো চালাচ্ছে এবং এখন আমরা স্থলেও তাদের বিরুদ্ধে হামলা শুরু করতে যাচ্ছি। তবে তিনি এই অভিযানের বিস্তারিত কোনো পরিকল্পনা বা নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করেননি। মেক্সিকোর পরিস্থিতিকে ‘দুর্দশাজনক’ উল্লেখ করে ট্রাম্প দাবি করেন যে জলপথে মাদক প্রবাহ ইতিমধ্যে ৯৭ শতাংশ কমিয়ে আনা সম্ভব হয়েছে এবং এখন স্থলভাগে কার্টেলদের ঘাঁটিগুলোতে আঘাত হানা হবে।
এই ঘোষণাটি এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র গত কয়েক মাস ধরে ক্যারিবীয় সাগরসহ বিভিন্ন অঞ্চলে মাদক পরিবহনের অভিযোগে সামরিক অভিযান চালাচ্ছে। ওই অভিযানে ইতিমধ্যে ১০০ জনের বেশি সন্দেহভাজন নিহত হয়েছে। এছাড়া গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে, যার রেশ কাটতে না কাটতেই মেক্সিকো নিয়ে এই কড়া বার্তা দিলেন ট্রাম্প।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ট্রাম্পের এই হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে মেক্সিকোর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এমন কোনো বিদেশি সামরিক হস্তক্ষেপ বরদাশত করা হবে না। ট্রাম্পের এই অবস্থান উত্তর আমেরিকার রাজনৈতিক স্থিতিশীলতা এবং দুই দেশের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।



